আজকের সৌদি আরবের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫ (প্রবাসীদের)
আজকের সৌদি আরবের ইফতার ও সেহরির শেষ সময় 2025 (প্রবাসীদের জন্য)

আজকের সৌদি আরবের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫ PDF (প্রবাসীদের জন্য) আজকের সৌদি আরব রমজানের সময়সূচি 2025 দেখে নিন। আসসালামু আলাইকুম, সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি, আজকের আর্টিকেলটি। যেখানে আমরা শেয়ার করবো সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ, মক্কা, মদিনা, তায়েফ, তাবুক, দাম্মাম, জেদ্দা, জুবাইল, আল হাসা রমজানের ক্যালেন্ডার ২০২৫, যার মধ্যে দিয়ে আপনারা দেশটির রাজধানী শহরে থেকেও নির্ভুল ভাবে রমজানের প্রতিটি সিয়াম পালন করতে পারবেন ইনশাআল্লাহ্। সাধারণত প্রতিটি মুসলিমদের হৃদয় আকুল ভাবে চেয়ে থাকে মহান এই মাসটির জন্য, তাই আসুন এ অংশ হতে জেনে নিই সৌদি আরবের আজকের সেহরি ও ইফতারের সময়সূচী।
সৌদি আরব রমজানের সময় সূচি ২০২৫
আপনারা অবগত আছেন যে, রিয়াদ হল সৌদি আরবের রাজধানী শহর। তাই সৌদি আরবে যে বা যারাই যান তাদের রাজধানী শহরটিতে অনেক ক্ষেত্রেই আবশ্যিক ভাবে যেতে হয়। এছাড়াও কাজের ক্ষেত্রে এবং হজ্জ বা উমরাহ্ পালনের জন্য অনেকেই সৌদি আরবে প্রবাসী বাংলাদেশী হিসেবে যান। এতে করে অনেকেই আল্লাহ্র রহমতে পবিত্র মাহে রমজান মাস পান। যার ফলে তাদের সেখানেই রোজা পালন করতে হয়। তাই আপনাদের জন্য প্রথমেই যেটা প্রয়োজনীয় হয়, তা হল সৌদি আরব রিয়াদ রমজানের সময় সূচি ২০২৫ যার মধ্য দিয়ে আপনারা সঠিক ভাবে সকল রমজানের রোজার সময় সূচি পূর্ণ ভাবে জানতে পারবেন।
সৌদি আরবের রমজানের রোজার ক্যালেন্ডার 2025 : আজকের ইফতার ও সেহরির সময়সূচী
পবিত্র মাহে রমজান সহ আরবি সকল মাসের রয়েছে পূর্ণ ক্যালেন্ডার, কিন্তু যেহেতু রমজান মাসে, মাস ব্যাপী সিয়াম তথা রোজা রাখতে হয়। যার কারণেই বিশেষ করে আমাদের রমজানের রোজার ক্যালেন্ডার দেখতে হয়। এতে করে আপনারা এখন যারা সৌদি আরবের রিয়াদ, মক্কা, মদিনা, তায়েফ, তাবুক, দাম্মাম, জেদ্দায় রয়েছেন, তাদের জন্য জানা আবশ্যিক রমজানের রোজার ক্যালেন্ডার 2025 যেখানে আজকের ইফতার ও সেহরির সময়সূচি জানা যাবে সহজ ও নির্ভুল ভাবেই।

- সৌদি আরব মক্কা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
- সৌদি আরব রিয়াদ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
- সৌদি আরব মদিনা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
- সৌদি আরব দাম্মাম রমজানের সময়সূচি ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময়)
- সৌদি আরব জেদ্দা রমজানের সময়সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
- সৌদি আরব তায়েফ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
- সৌদি আরব তাবুক রমজানের সময়সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
আজকের সেহরির শেষ সময় সৌদির রিয়াদ ২০২৫
আজ কখন ও কয়টায় সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের সেহরির সময় শেষ হবে? এ প্রশ্ন অনেকেই করেছেন। সাধারণত প্রথম রমজানের দিকে অথবা রোজার শুরুর দিকে সকলে এই প্রশ্ন গুলো করে থাকেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আজকের সেহরির সময় শেষ হবে ভোর ৫ টায়।
সৌদি রিয়াদ ইফতারের সময়সূচি 2025 মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মাম
ভোরে সুবাহে সাদিকের আগে সেহরি করার মধ্য দিয়ে রোজার বা সিয়ামের শুরু হয়। এবং এর পর অর্থাৎ সন্ধ্যায় মাগরিবের সালাতের আযানের সাথে, সাথে ইফতার করতে হয়। এই ইফতারের মধ্য দিয়েই পবিত্র রমজান মাস সহ সকল নফল রোজার পূর্ণতা লাভ করে। সৌদি রিয়াদ শহরের আজকের ইফতার অনুষ্ঠিত হবে ৫ টা ৫৬ টায়। উল্লেখ্য যে, আজকের সৌদি আরবের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫ পিডিএফ ও ছবি আকারে ডাউনলোড করুন উপরের দেওয়া লিস্ট হতে।