সৌদি আরব জেদ্দা রমজানের সময়সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
সৌদি আরব জেদ্দা রমজানের সময়সূচি 2025 : আজকের ইফতার ও সেহরির শেষ সময়

সৌদি আরব জেদ্দা রমজানের সময়সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় : সৌদি রমজানের ক্যালেন্ডার 2025 মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম, তায়েফ, তাবুক, জুবাইল ও আল হাসা শহরের জেনে নিন। আসসালামু আলাইকুম, আশা করছি মহান আল্লাহ্র রহমতে আপনারা সকলে ভাল এবং সুস্থ রয়েছেন। জেনে খুশি হবেন যে, পবিত্র মাহে রমজানের চাঁদ উঠেছে সৌদি আরবের আকাশে। এতে করে আগামী ১ মার্চ দেশটিতে প্রথম রমজানের রোজা শুরু হবে। আমরা জানি যে, সৌদি আরবের রমজানের রোজা কবে বা সৌদি আরবে আজকে চাঁদ দেখা গেছে কি? এমন প্রশ্ন সকলে করে। কারণ আমরা জানি যে, সৌদি আরব ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র স্থান। সেই সৌদি আরবের জেদ্দা নগরীর রমজানের রোজার ক্যালেন্ডার 2025 নিয়ে হাজীর হয়েছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ।
সৌদি আরব জেদ্দা আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
আপনি কি এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন? তাহলে আপনাকে জানতে হবে পবিত্র মাহে রমজানের সময় সূচি। কারণ আমরা জানি যে, ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে। এতে করে মহান মাসের প্রথম সিয়াম শুরু হবে। পবিত্র মাহে রমজান মাস আসে প্রতিটি মুসলিমদের আত্মা পরিশুদ্ধ করতে। যার কারণে খুবই গুরুত্বের সাথে এই মাসের রোজা গুলো মুসলিমদের পালন করতে হবে। যার জন্য প্রয়োজন হবে সৌদি আরব জেদ্দা আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫।
সৌদি আরব জেদ্দা রমজানের সময়সূচি ২০২৫
ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিমদের প্রাণের শহর হল সৌদি আরবের মক্কা নগরী, এছাড়াও রয়েছে মদিনা, জেদ্দা। কারণ এই শহরেই রয়েছে পবিত্র কাবা শরীফ, যেখানে হজ্জ এবং উমরাহ্ করতে যায় আমরা। যেহেতু পবিত্র মাস মাহে রমজান শুরু হয়েছে সৌদি আরবের মক্কা শহরে থাকা মুসলিম ভাইয়েরা রমজানের সময় সূচি 2025 খুঁজবে। যার কারণেই আমরা রমজানের চাঁদ দেখা যাবার পর নিয়ে এলাম সেই রমজানের রোজার সময় সূচি, যা দেখে আপনি প্রতিটি রোজার ইফতার ও সেহরি করতে পারবেন ইনশাআল্লাহ্।
(সকল শহরের দেখুন) ↘️ সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের ইফতারের সময় সৌদি আরব জেদ্দা
আমরা জানি যে, যখনই আমরা পবিত্র মাহে রমজান মাস পায়, তখন আমাদের সেহরির পাশাপাশি ইফতার করতে হয় সন্ধ্যায়। এই ইফতারের জন্য রয়েছে নিদিষ্ট সময় যার মধ্যেই তা করতে হয়। আজ সৌদি আরবের জেদ্দায় ইফতার হবে: 06:39 টায়।
সৌদি আরবের জেদ্দা আজকের সেহরির শেষ সময়
আজ ভোর: 05:55 টায় সৌদি আরবের জেদ্দা নগরীতে রমজানের রোজার সেহরি হবে। সিয়াম তথা রোজা রাখার প্রথম শর্ত হল সেহরি করা, যার মধ্য দিয়ে আপনার রোজার নিয়ত শুরু হয়।