সৌদি আরব তায়েফ রমজানের সময়সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
সৌদি আরব তায়েফ রমজানের সময় সূচি 2025 : আজকের ইফতার ও সেহরির শেষ সময়

সৌদি আরব তায়েফ রমজানের সময়সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025 সৌদি আরবের তায়েফের রোজার ক্যালেন্ডার দেখে নিন। মুসলিম প্রধান দেশ দক্ষিণ এশিয়ার সৌদি আরব, বলতে গেলে মুসলিমদের পূর্ণ ভূমি এ দেশটি। ২০২৫ সালের শাবান মাসের শেষে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে সেখানে। এতে করে দেশটির তায়েফ শহরে থাকা জনবসতির জন্য রমজানের সময়সূচি ২০২৫ নিয়ে এলাম আমরা, যার ফলে জানা যাবে সৌদি আরবের তায়েফের আজকের সেহরি ও ইফতারের সময়সূচি। ইতোমধ্যেই আমরা জেনেছি, উচ্চ শিক্ষা, কাজ এবং হজ্জ ও উমরাহ্র জন্য সৌদি আরবের বিভিন্ন শহরে রয়েছে প্রবাসী বাংলাদেশীরা। যার জন্যই যখন তাদের মাঝে রমজানের রোজা উপস্থিত হয়, তখন তা সেখানেই পালন করতে হয়।
সৌদি আরব তায়েফ রমজানের সময়সূচি ২০২৫
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের তায়েফ নগর চেনে না বা অন্তত নাম শুনেনি এমন মানুষ খুব কমই রয়েছে। কারণ আমাদের প্রাণের নবী (সঃ) সৌদির এই তায়েফ নগরেই নানা মুখী অন্যায়, অত্যাচারের সম্মুখীন হয়েছে, ঝরেছে রক্ত, হয়েছে ক্ষতবিক্ষত। সেই কাফিরদের তায়েফ নগরী আজ মুসলিম দিয়ে পরিপূর্ণ বটে। তাই আমরা বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের জন্য আজকের আর্টিকেলে তায়েফ রমজানের সময় সূচি ২০২৫ তুলে ধরবো। যাতে করে সঠিক সময়ের সাথে আপনারা রমজানের রোজা রাখতে ও পূর্ণ করতে পারেন।
সৌদি আরবের তায়েফ রমজানের রোজার ক্যালেন্ডার 2025 : ইফতার ও সেহরির সময়সূচী 2025
আপনি কি বর্তমান সৌদি আরবের তায়েফ নগরীতে রয়েছেন? তাহলে অবশ্যই এতক্ষণে খুশির সংবাদ পেয়েছেন। কেন না ২০২৫ সালের রমজানের রোজার চাঁদ দেখা গেছে সৌদি আরবে, এতে করে তায়েফ শহরে রোজা শুরু হচ্ছে আগামী ১ মার্চ হতে। তাই প্রথম রোজা হতেই জেনে নিতে হবে তায়েফের রমজানের রোজার ক্যালেন্ডার 2025 আজকের ইফতার ও সেহরির সময়সূচী। যার ফলে প্রতিটি বা প্রতিদিনের রোজার সঠিক টাইম জানা যাবে সৌদির তায়েফ শহরে অবস্থান করেও। আমরা জানি যে, সৌদি আরব একটি বিশাল দেশ, এতে করে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, দাম্মাম ও তাবুক হতে তায়েফের রোজার সময়সূচিতে রয়েছে বিস্তর পার্থক্য।
Taif Ramadan Calendar 2025: Today Sehri and Iftar Timings PDF
আজকের সেহরির শেষ সময় সৌদির তায়েফ ২০২৫
যারা সৌদির শহর তায়েফে রয়েছেন, তারা অনেকেই আজ সেখানকার সেহরির শেষ সময় জানতে চাইবেন। কারণ সৌদি আরবের অন্যান্য শহরের ন্যায় তায়েফেও শুরু হচ্ছে রমজানের রোজা। এতে করে আমরা সৌদি আরবের অফিচিয়াল রমজানের ক্যালেন্ডার ২০২৫ চোখ দিলে দেখতে পায়, তায়েফে আজকের সেহরির শেষ সময় হচ্ছে ভোর ৫ টা ১৩ মিনিট।
তায়েফ ইফতারের সময়সূচি 2025
এছাড়াও সেহরির পাশাপাশি জানা প্রয়োজন তায়েফ ইফতারের সময়সূচি, যাতে করে সেহরির পর ইফতার করতে কোন ধরণের সমস্যায় না পরতে হয়। হিজরি ১৪৪৬ সৌদি আরবের রোজার সূচি অনুযায়ী তায়েফ আজকের ইফতার হব সন্ধ্যে ৬ টা ১৫ মিনিটে।