রিয়াদ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
রিয়াদ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025)
রিয়াদ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (সৌদি আরবের আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025 রিয়াদ) জেনে নিন। ইসলামের ৫টি স্তম্ভের একটি হচ্ছে সিয়াম যা রোজা নামেও পরিচিত। সেই পবিত্র মাহে রমজানের রোজাকে মহান আল্লাহ্তালা আমাদের মুসলিম তথা ইসলাম ধর্মের জন্য ফরজ করে দিয়েছেন। সেই মহান মাসটি অর্থাৎ পবিত্র মাহে রমজান মাস আমরা আবারও পেয়েছি আলহামদুলিল্লাহ। এতে করে আপনারা যারা বর্তমানে, সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছেন প্রবাসী বাংলাদেশী হিসেবে। তাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ রিয়াদ যাতে করে জানা যাবে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি 2025।
রিয়াদ রমজানের ক্যালেন্ডার ২০২৫
আপনারা সকলেই জেনেন যে, সৌদি আরবের রাজধানী শহর হচ্ছে রিয়াদ, যার আয়তন প্রায় আমাদের দেশের সমান। সৌদির রিয়াদে কাজের জন্য হতে শুরু করে পড়াশুনা সহ বিভিন্ন কারণে প্রচুর প্রবাসী বাংলাদেশীরা গিয়ে থাকেন। এতে করে যখন মাহে রমজান মাস তাদের মাঝে উপস্থিত হয় তখন তারা সেখানেই রোজা পালন করেন। যার জন্য প্রত্যেকের জানার প্রয়োজন হয় স্বাভাবিক ভাবেই রিয়াদের রমজানের ক্যালেন্ডার, যা অনুসারন করে ইফতার ও সেহরির টাইম জানতে পারেন।
সৌদি আরবের রিয়াদ রমজানের সময় সূচি 2025 : আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময়
পুণ্যের তারা হয়ে, রহমত, বরকত ও মাগফিরাতের বাণী নিয়ে আমাদের মাঝে বিরাজমান মাহে রমাদান মাস। এতে করে সর্ব প্রথম বা সবার আগে আগের বছরের তুলনায় শুরু হয়েছে পুণ্য ভূমি সৌদি আরবে। এ দেশটির রাজধানী রিয়াদে তাই যারা রয়েছেন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশী তাদের জন্য আমাদের এ অংশের আয়োজন সৌদি আরবের রমজানের সময় সূচি 2025 রিয়াদ। যাতে করে সহজেই দেখে নিতে পারবেন আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময়সূচি।
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ সৌদি আরব রিয়াদ
উপরের অংশে ইতোমধ্যেই উল্লেখ করেছি, যেসকল প্রবাসীরা সৌদি আরবের রিয়াদে রয়েছেন, তাদের রমজানের রোজা রাখতে জেনে নিতে হবে সঠিক সময়সূচী। যাতে করে প্রথম রোজারদিন সকলের জন্য বলছি আজকের সেহরির শেষ সময় সৌদি আরবের রিয়াদে ভোর ৫ টায়।
আজকের ইফতারের সময়সূচি 2025 রিয়াদ
স্বাভাবিক ভাবেই সেহরি খেয়ে রোজা রাখতে হয়, যার পর সারাদিন পানাহার থেকে দূরে থাকা সহ নামাজ, কুরআন তিলাওয়াত ও অন্যান্য ইবাদাত বন্দেগীর মধ্য দিয়ে কাটে। এবং আর পর বিকালে অপেক্ষা করতে হয় ইফতারের জন্য, সৌদি আরবের রোজার সময়সূচি ২০২৫ অনুযায়ী রিয়াদের আজকের ইফতার হবে সন্ধ্যে ৫ টা ৫৬ মিনিটে।