তায়েফ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
তায়েফ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025)
তায়েফ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (সৌদি আরবের ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025 তায়েফ) জেনে নিন। সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাঙ্গালী ভাই ও বোনদের পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করে শুরু করছি এই আর্টিকেলটি। যেখানে আমরা শেয়ার করতে চলেছি সৌদির তায়েফ নগরীর রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 যা দেখে বা অনুসরণ করে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ জানতে পারবেন। সাধারণত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশী সৌদি আরবের তায়েফ শহরটি রয়েছে কাজের জন্য। এতে করে যখন আরবি শাবান মাসের শেষে রমজান মাসের আগমন ঘটে তখন রমজানের রোজা তারা সেখানেই রাখে। যার জন্যই বিশেষ করে প্রয়োজন পরে তায়েফের রোজার সময়সূচি জানার।
তায়েফ রমজানের ক্যালেন্ডার ২০২৫
আমাদের জানের ও প্রাণের নবী মুহাম্মদ সাঃ এর জীবনী হতে আমরা জানতে পারি তায়েফের করুণ কাহিনীর কথা। তায়েফ বাসীরা আমাদের প্রিয় রাসুল সাঃ কে পাথরের আঘাতে রক্তাক্ত করে দেয়! যাদের হেদায়াতের জন্য গিয়েছিলেন তিনি, তাকেই কি না এমন অন্যায় অত্যাচার করেছেন। সেই তায়েফ আজ মুসলিমে ভরপুর নবীর স্বপ্ন আজ সত্যি হয়েছে। সৌদির আকাশে যেহেতু রমজানের চাঁদ দেখা গেছে, সেহেতু তায়েফেও শুরু হচ্ছে রমজানের রোজা। এতে করে আপনারা যারা তায়েফে রয়েছেন, তাদের জন্য বিশেষ ভাবে রমজানের ক্যালেন্ডার ২০২৫ তুলে ধরা হল।
সৌদি আরবের তায়েফ রমজানের সময় সূচি 2025 : আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময়
চলছে হিজরি ১৪৪৬ সন, যার শাবানের পর আসে কাঙ্ক্ষিত মাহে রমজান মাস। যে মাসের রোজাকে মহান আল্লাহ্ তালা করেছেন ফরজ। এতে করে আপনি যে দেশের, যেকোনো শহরেই থাকেন না কেন মুসলিম হিসেবে আপনার রমজানের রোজা রাখা ফরজ একটি ইবাদাত। এতে করে আপনারা যারা এখন বর্তমানে সৌদি আরবের তায়েফ শহরে রয়েছেন, তারা পেতে চান রমজানের সময় সূচি 2025 যাতে লিপিবদ্ধ রয়েছে আজকের রোজার ইফতার ও সেহরির সময়সূচি।
মদিনা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ সৌদি আরব তায়েফ
সৌদি আরবের তায়েফ শহরে বাংলাদেশের প্রবাসী অনেক অনেক জনবল রয়েছে এবং প্রতি বছর নতুন ভাবে যাচ্ছে। কারণ সৌদির তায়েফ শহরে প্রচুর কাজের সুযোগ রয়েছে প্রবাসী বাংলাদেশীদের জন্য। এতে করে যখন তায়েফ থাকা অবস্থায় আপনাকে রমজানের রোজা রাখতে হয়, তখন জানতে হবে সৌদির তায়েফে আজকের সেহরির শেষ সময় হল ভোর ৫ টা ১৪ মিনিট।
আজকের ইফতারের সময়সূচি 2025 তায়েফ
আমরা জানি যে, ভূগোলিক অবস্থানের কারণে সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের পার্থক্য রয়েছে। এতে করে যারা মূল শহর রাজধানী রিয়াদ হতে তায়েফে রয়েছে তাদের সাথে সময়ের পার্থক্য ৫-১০ মিনিট হয়ে থাকে। সৌদি আরবের তায়েফ শহরে আজকের ইফতার হবে সন্ধ্যে ৬ টা ১৬ মিনিট।