সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের রোজার ইফতার টাইম ও সেহরির শেষ সময় সূচি 2025) জেনে নিন আর্টিকেলটি হতে। সুখরব! পুরো বিশ্বসহ সৌদি আরব বাসীদের জন্য, কারণ বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র মাহে রমজান মাস। দীর্ঘ ১টি বছর পর, পর এই মহিমান্বিত মাসটির উপস্থিতি ঘটে, যার জন্য অপেক্ষায় থাকে পুরো মুসলিম উম্মাহ।
যখনই আমাদের মাঝে এই মাস আসে বা আমরা এ মাসটি পায়, তখনই সুযোগ হয় গোনা তথা পাপ মোচনের। ২০২৫ সালের পবিত্র মাহে রমজান মাস শুরু হতে যাচ্ছে, যাতে করে প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের জন্য আমরা নিয়ে এলাম সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৫, এতে করে জানা যাবে সৌদি আরব রমজানের ক্যালেন্ডার 2025 হতে আজকের সেহরির শেষ সময় ও ইফতারের সময়সূচী।
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫
হিজরি সাল ১৪৪৬ এর পবিত্র শাবান মাসের ৩০ তারিখে রমজান মাসের চাঁদ দেখার জন্য বসে সৌদি আরবের ইসলামিক ফাউন্ডেশন। এতে করে সন্ধ্যায় রাজধানী শহর বিয়াদের আকাশে দেখাও মিলেছে ২০২৫ সালের রমজানের চাঁদের। এতে করে দেশটিতে ২০২৫ সালের এবারের রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি হতে। যার জন্য সৌদি আরবের স্থানীয় বাসিন্দারা এছাড়াও বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত হতে আগত প্রবাসীরা রমজানের ক্যালেন্ডার পেতে চাইবে। কারণ সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ অনুযায়ী জানা যাবে সেহরির শেষ সময় হতে শুরু করে ইফতারের সময়সূচি সমূহ।
সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৫ : আজকের রোজার ইফতার টাইম ও সেহরির শেষ সময়
যে মাসে মহান আল্লাহ্ তালা পবিত্র আল কুরআন নাযিল করেছেন, সেই মাসটি হচ্ছে পবিত্র মাহে রমজান। যে মাসের সিয়াম সাধনাকে করা হয়েছে মুসলিমদের জন্য ফরজ। সাধারণত আরবি রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, যেখানে প্রতিটি দিনই রোজা ও ইবাদাতের মধ্যে কাটে ধর্ম প্রাণ মুসলিমদের। এতে করে তাদের প্রথমে প্রয়োজন পরে সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৫, যেখানে সঠিক ভাবে স্তরে, স্তরে বিন্যাস করা রয় সৌদি আরবের আজকের রোজার সময়সূচি অনুসারে ইফতার টাইম ও সেহরির শেষ সময়। আপনারা জানেন যে, চলতি বছরের জন্য ১ সপ্তাহ আগেই সৌদি সরকার সৌদি আরবের রমজানের সময়সূচি ২০২৫ প্রকাশ করেছে, তাদের ধর্ম বিষয়ক ওয়েবসাইটে। যা দেশটির রাজধানী শহর রিয়াদ সহ, জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ, তাবুক, দাম্মামের জন্য প্রযোজ্য।
কুয়েত রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ সৌদি আরব
আপনি যদি সেহরির সঠিক সময় সম্পর্কে অবগত না হোন, তবে আপনার সিয়াম পরিপূর্ণ নাও হতে পারে। অর্থাৎ সেহরির শেষ সময় না জেনে যদি ফজরের আযানের মধ্যেও প্রতিদিন সেহরি করতে থাকেন তবে সেটা ভুলে পরিণত হবে। এতে করে সঠিক সময় জেনে নিতে হবে, সৌদি আরবের রোজার সময়সূচি অনুসারে আজকের সেহরির শেষ সময় ভোর ৫ টা ৭ মিনিট।
আজকের ইফতারের সময়সূচি 2025 সৌদি আরব
সেহরির পর আবার ঠিক একই ভাবে জেনে নিতে হবে ইফতারের টাইম গুলো, যাতে প্রতিটি রোজার ইফতার নির্ধারিত সময়ে গ্রহণ করতে পারেন। কারণ সেহরির মতো ইফতার ও যদি সঠিক সময়ের মধ্যে না করেন তবে রোজা বা সিয়াম নষ্ট হবার আশংকা থাকে বেশি। ২০২৫ সালের রমজানের ক্যালেন্ডারের মতে আজকে সৌদি আরবের ইফতার টাইম হল সন্ধ্যে ৬ টা ০৩ মিনিট।