Islam

শবে বরাত কবে ২০২৫ বাংলাদেশ [শবে বরাত কবে হবে 2025 তারিখ]

শবে বরাত কবে ২০২৫ বাংলাদেশ [শবে বরাত কবে 2025 তারিখ]

শবে বরাত কবে ২০২৫ বাংলাদেশ [শবে বরাত কবে হবে 2025 তারিখ] জেনে নিন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক। আসসালামু আলাইকুম আশা করছি সকলে মহান আল্লাহ্‌ তা’আলার অশেষ রহমতে ভাল আছেন। আমরা জানি যে, ইসলামে অনেক ধরনের আমল রয়েছে, যার মধ্যে রোজা বা সিয়াম একটি গুরুত্বপূর্ণ। যেখানে রয়েছে আমাদের জন্য পবিত্র মাহে রমজানের ফরজ রোজা, তা ছাড়াও রয়েছে বিভিন্ন নফল রোজা ও নামাজ। যার মধ্যে শবে বরাত একটি উন্নতম, যার রয়েছে অনেক ফজিলত ও কল্যাণ। আজকের আর্টিকেলটিতে আমরা আলোচনা করবো বাংলাদেশে পবিত্র শবে বরাত কবে ২০২৫ এবং শবে বরাতে কিভাবে নামাজ ও রোজা রাখবেন হাদিস ও আল কুরআনের আলোকে তার আলোচনা করা হবে ইনশাআল্লাহ্‌।

শবে বরাত কবে ২০২৫

আমরা জানি যে, ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিমরা ইবাদাত ও আমলের দিক থেকে অনেক যত্নবান। আমাদের ধর্মে রয়েছে ফরজ আমলের পাশাপাশি অনেক ধরণের নফল ইবাদাতও। যার মধ্যে শবে বরাত একটি, ২০২৫ সালের শবে বরাত কবে পালিত হবে, তা জানতে চান সাধারণ মুসলিমরা। আমরা জানি যে, সাধারণত মধ্য শাবানে পবিত্র শবে বরাত পালন করা হয়। এতে করে চাঁদ দেখার উপর নির্ভরশীল যে, শবে বরাত কবে ২০২৫ সালে।

শবে বরাত কবে হবে 2025 তারিখ বাংলাদেশ

শবে বরাত ইসলাম ধর্মের একটি বরকতময় রাতের নাম। যে রাতের ফজিলত ও মর্যাদা হাদিসের আলোকে প্রমাণিত। হাদিসে এসেছে শবে বরাতের রাতে মহান আল্লাহ তা’আলা অসংখ্য গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন। হাদিস শরিফে এ রাতকে ‘লাইলাতুন-নিসফি মিন শাবান’ তথা শাবান মাসের পনেরো তারিখের রাত্রি বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমাজের লোকমুখে তা শবে বরাত নামে প্রসিদ্ধি পেয়েছে। বাংলাদেশে কবে শবে বরাত পালিত হবে, তা জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন শব-ই-বরাত- আগামী ১৫ ফেব্রুয়ারি, (শনিবার) পালিত হবে।

শবে বরাতের ফজিলত

শবে বরাত ফারসি ভাষার শব্দ। ‘শব’ অর্থ রাত। আর ‘বরাত’শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতিবছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়।

আজকে আরবি মাসের কত তারিখ ২০২৫ | Hijri Date Today Bangladesh

শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস

পবিত্র রজনী শবে বরাত তথা সৌভাগ্যের এই রাতে আল্লাহ্‌ তালা তার অসংখ্য গুনাহগার বান্দাদের ক্ষমা তথা মাফ করেন। তাই আসুন জেনে নিন হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত সম্পর্কে।

عن ابي موسي الاعشري عن رسول الله صلي الله عليه و سلم قال: ان الله ليطلع إلي خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك أو مشاحن.

হযরত আবু মুসা আশয়ারী রা. থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তায়ালা অর্ধ শা’বানের রাতে আল্লাহ তায়ালা তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন।

মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের ছাড়া সকলকে মাফ করে দেন। (সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৩৯০) (সহিহ ইবনে হিব্বান হাদিস নং ৫৬৬৫) (মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস ৩০৪৭৯)

عن ابن عمر قال: خمس ليال لا يرد فيهن الدعاء: ليلة الجمعة، و اول ليلة من رجب، و ليلة النصف من شعبان، و ليلتي العيدين.

ইবনে উমর রা. বলেন, পাঁচটি রাত এমন রয়েছে যে রাতগুলোতে বান্দা দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেওয়া হয়না। ১.জুময়ার রাতের দোয়া ২.রজব মাসের প্রথম রাতের দোয়া ৩. শা’বান মাসের পনেরো তারিখের রাত্রি তথা শবে বরাতের দোয়া। ৪ ও ৫. দুই ঈদের রাতের দোয়া। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস ৮১৭৫)

সুনানে ইবনে মাজাহ শরিফে হযরত আলি রা. বর্ণিত এক হাদিসে রয়েছে নবিজি বলেছেন, যখন শাবান মাসের অর্ধেক রজনী আসে তখন তোমরা রাতে নামাজ পড়ো ও দিনের বেলা রোজা রাখো।

নিশ্চয় আল্লাহ এরাতে সূর্য ডোবার সাথে সাথে পৃথিবীর আসমানে আগমন করেন। বলেন, কোনো গুনাহগার কি আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে ক্ষমা করে দিবো। কোনো রিজিক প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে রিজিক চাইবে? আমি তাকে রিজিক দিবো। কোনো বিপদগ্রস্ত আছে কি যে বিপদ থেকে মুক্তি পেতে চায়? আমি তাকে মুক্তি দিব। ফজর পর্যন্ত এরূপ বলতে থাকেন।
(সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৩৮৮)

kareem

Kareen writes engaging content for Ramadancalendarz.com, combining passion for writing with knowledge of Islamic traditions, aiming to inform and inspire during the holy month.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button