Islam

আজকে আরবি মাসের কত তারিখ ২০২৪ | Hijri Date Today Bangladesh

আজকে আরবি মাসের কত তারিখ ২০২৪ | Hijri Date Today Bangladesh 2024

আজকে আরবি মাসের কত তারিখ ২০২৪ | Hijri Date Today Bangladesh 2024 Islamic Foundation 2024 দেখে নিন একদম আপ টু ডেট। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরবি মাস তথা হিজরি সনের তারিখ সম্পর্কিত এই আর্টিকেলটি। সাধারণত আমরা নিজস্ব ঐতিহ্যের ক্যালেন্ডার ও তারিখ ব্যবহারের পাশাপাশি সব চেয়ে বেশি ব্যবহার করি ইংরেজি ক্যালেন্ডার ও তারিখ সমূহ। কারণ বিশ্ব ব্যাপী আন্তর্জাতিক ভাবে ইংরেজি ভাষা সহ সকল খ্রিষ্টাব্দ পুঞ্জিকা চলে। কিন্তু ইসলামিক ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন উৎসব ও ছুটির তারিখ জানতে আরবি মাসের তারিখ খুঁজ করে থাকেন। যার ফলে ইন্টারনেট সহ বিভিন্ন জায়গায় আজকের আরবি মাসের তারিখ জানতে চায়, যা নিচের অংশে সম্পন্ন ভাবে সাজানো হল।

আজকে আরবি মাসের কত তারিখ ২০২৪

আরবি মাস যা হিজরি ক্যালেন্ডার বা সনের অন্তরভুক্ত, যেমন রয়েছে ইংরেজি ও বাংলা মাস। একজন মুসলিম তথা ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমাদের সকলের জানা উচিদ আরবি মাসের নামের পাশাপাশি আপ টু ডেট আজকের আরবি মাসের তারিখ। কিন্তু আফসোসে সুরে বলতে হয়, আমরা সাধারণত কেউই বলতে গেলে জানি না এখন হিজরি কত তম সন বা সাল চলেছে। একই ভাবে জানি না, এখন আরবি কি কত তম মাসের পাশাপাশি আজকের সঠিক তারিখ। এতে করে ইসলামিক বিভিন্ন ইবাদাতের পাশাপাশি অন্যান্য বিষয়াদি জানতে আমরা খুঁজে থাকি আজকে আরবি মাসের তারিখ কত অথবা কয় তারিখ যাচ্ছে বাংলা এবং ইংরেজি তারিখ বা ক্যালেন্ডারের সাথে মিলিয়ে তা হল আজ বাংলাদেশে আরবি মাসের ২০২৪ তারিখ 19 Jumada Al-Awwal 1446।

হিজরী ক্যালেন্ডার ১৪৪৬
courtesy: al-habib.info

Hijri Date Today Bangladesh 1446

সৌদি আরব প্রবাসী বাংলাদেশী সহ বাংলাদেশে অবস্থান করা অনেকেই রমজান, ঈদুল আযহা, ঈদুল ফিতর সহ ইসলামিক বিভিন্ন ইভেন্ট জানতে Hijri Date Today Bangladesh 1446 জানতে চায়। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বাংলা ও ইংরেজি পুঞ্জিকার সাথে মিলিয়ে হিজরি সন ১৪৪৬ এর আরবি মাসের তারিখ গুলো প্রকাশ করেছে, যা নিচের অংশে তুলে ধরা হল আরবি ১২টি মাসের নাম সহ Muharram, Safar, Rabi Ul Awal, Rabius Sani, Jamadi Ul Awal, Jamadi Us Sani, Rajab, Shaban, Ramadan, Shawwal, Jelka, Zilhaj Hijri Date Today Bangladesh 1446 islamic foundation।

আর আরবি মাসের তারিখ: ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

চাঁদের কত তারিখ আজ ২০২৪

আমরা মুসলিম বা ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমাদের সাথে চন্দ্র মাসের একটি সম্পর্ক রয়েছে। সাধারণত দৈনন্দিন কাজে আমরা সহ বর্তমান সৌদি আরবের মুসলিমরাও ইংরেজি ক্যালেন্ডার ও তারিখকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু ইসলামিক তথা মুসলিম হিসেবে আমাদের আবশ্যিক ভাবে চাঁদ বা চন্দ্র মাস ও তারিখের উপর নির্ভর করতে হয়। এই যেমন পবিত্র মাহে রমজান মাস কবে শুরু হবে? আশুরা কবে, মহরম, হজ্জ, শবে বরাত, কদর সহ যাবতীয় বিষয়ে আরবি মাস ও তারিখ জানতে হয়। আমরা জানি যে, সাধারণত চাঁদের অবস্থান ও স্থান অনুসারে চন্দ্র মাসের তারিখ একেক দেশে একেক তথা ভিন্ন হতে পারে। চাঁদ দেখার উপর নির্ভর করে, চন্দ্র মাস নির্ধারিত হবার পর তারিখ সহজেই জানা যায়।

হিজরি মাসের কত তারিখ আজ 2024

বাংলা ও ইংরেজি ক্যালেন্ডারের ন্যায়, আরবি হিজরি ক্যালেন্ডারেও রয়েছে মোট ১২টি মাস যথা; মহররম, সফর রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শওয়াল, জিলক্বদ, জিলহজ্জ। এই বারোটি মাসের শুরু ও শেষ ইংরেজি মাসের মধ্য সময় থেকেই বেশি হয় থাকে। তবে এটিই একমাত্র উপায় নয় ইংরেজি মাস ও তারিখ হতে হিজরি মাসের তারিখ বাহির করার পদ্ধতি। যার কারণে আমাদের এই আর্টিকেলটি হতে আপনি প্রতিদিন হিজরি মাসের কত তারিখ আজ 2024 আপ টু ডেট জানতে বুকমার্ক করে রাখুন।

kareem

Kareen writes engaging content for Ramadancalendarz.com, combining passion for writing with knowledge of Islamic traditions, aiming to inform and inspire during the holy month.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button