Islam

রোজা নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, ছন্দ ও কিছু কথা

রোজা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, ছন্দ ও কিছু কথা ২০২৫

রোজা নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, ছন্দ ও কিছু কথা ২০২৫ এর সাথে জেনে নিন উক্ত, বাণী এবং হাদিস ও কুরআনের আয়াত। মহান আল্লাহ্‌র অশেষ রহমতে আমরা আবারও পেয়েছি পবিত্র মাহে রমজান মাস। যে মাসের রোজা তথা সিয়ামকে আমাদের রব আমাদের জন্য করেছেন ফরজ ইবাদাত। এতে করেই পবিত্র মাহে রমজানের রোজা আমাদের আবশ্যিক ভাবেই পালন করতে হবে। প্রতিটি মুসলিম হৃদয়ে এই রমজানের অপেক্ষায় থাকে, যা আরবি অষ্টম মাস শাবানের পরে আসে। রমজানের রোজাকে বরণ করতে আমরা প্রিয় মুসলিম ভাই ও বোনদের সাথে রোজার শুভেচ্ছা বার্তা, বাণী এবং হাদিস ও কুরআনের আয়াত গুলো পৌঁছে দিই সকলের মাঝে ইনশাআল্লাহ্‌।

রোজা নিয়ে স্ট্যাটাস

বর্তমান সময়ে আমরা সকলেই কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। এতে করেই রমজানের রোজা সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা সেখানে স্ট্যাটাস শেয়ার করি। এতে করেই ইন্টারনেট সহ বিভিন্ন মধ্যমে রোজা নিয়ে স্ট্যাটাস খুঁজতে থাকি। সাধারণত স্ট্যাটাস গুলো অল্প কিছু শব্দের হয়ে থাকে, তবে অনেক সুন্দর বাক্যবয়ের মধ্য দিয়ে। আসুন নিচের অংশ হতে প্রথম ও শেষ রমজান সহ জেনে নিই রোজা নিয়ে কিছু স্ট্যাটাস।

রমজান মাসে আল্লাহর রহমত বর্ষিত হয় আর কামনা করি সেই রহমত আপনার উপর বর্ষিত হোক। রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র রমজান মাসে পাপের মাগফিরাত লাভের সুযোগ থাকে। সেই সুযোগ থেকে আপনিও বঞ্চিত হবেন না আল্লাহ তাআলার মেহেরবানে। রমজান মাস মোবারক।

দীর্ঘ এক বছর পর আবারও এসেছে পবিত্র মাহে রমজান। এই রমজানে সকল পাপ কাজ থেকে দূরে থাকুন ও কাছের মানুষদের সাথে ইবাদতে মশগুল থাকুন। রমজান মাসের শুভেচ্ছা।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। আসুন আমরা সকলে মিলে এই মাসকে পবিত্রভাবে কাটাই এবং আল্লাহর রহমতের ভাগীদার হই।

রোজা রাখা, দান করা, নামাজ পড়া এবং তাওবা করা রমজান মাসের প্রধান আমল। আসুন আমরা সকলে মিলে এই মাসের আমলগুলি যথাযথভাবে পালন করে আল্লাহর নৈকট্য লাভ করি। রমজান মাসের শুভেচ্ছা বার্তা জানাই আমার সকল মুসলিম বন্ধুদের।

রোজা নিয়ে ফেসবুক ক্যাপশন

আমাদের ঈমান, আমলকে পরিশুদ্ধ করতেই আসে পবিত্র মাহে রমজানের রোজা। যা আমাদের শিক্ষা দিয়ে যায় আল্লাহ্‌র পথে অবিচল থাকতে, নিজকে সংযমী হতে। এতে করে আপনি, আমি পবিত্র এই মাসটিতে যেখানেই থাকি না কেন আমাদের পালন করতে হবে মহান আল্লাহ্‌র এই ফরজ ইবাদাতটি। তাই তো আমরা যখন মাহে রমজানের রোজার চাঁদ দেখতে পায় বা আকাশে রোজার চাঁদ উঠে ঠিক তখন থেকেই রোজার খুশি চারিদিকে ছড়িয়ে পরে। যার জন্য আমরা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রোজা নিয়ে ফেসবুক ক্যাপশন তুলে ধরি ও শুভেচ্ছা বাণী ছড়িয়ে দিই।

পবিত্র রমজান মাসে আসুন আমরা, সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করি। পবিত্র রমজান মোবারক

দানশীলতা ও সহায়তা প্রদানের মাধ্যমে মানবতার সেবা করাই প্রকৃত ধর্ম। সবাইকে মাহে রমজানের মোবারক

আসুন পবিত্র এই রমজান মাসে কোরআন তেলাওয়াত ও দোয়া-দরুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। পবিত্র রমজান মোবারক

রমজানের এই পবিত্র মাসে আসুন আমরা সকলে মিলে ভালো কাজের মাধ্যমে পরকালের জন্য প্রস্তুতি নিই। পবিত্র রমজান মোবারক

আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসের পূর্ণ ফায়েজ ও বরকত লাভ করার তৌফিক দান করুন। পবিত্র রমজান মোবারক

রমজান শুধু রোজা রাখার জন্য ই নয়, এটি মন, বাক্য ও কর্মের পবিত্রতা লাভের মাস। পবিত্র রমজান মোবারক

রমজানের পবিত্র মাসে আসুন আমরা সকলে মিলে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই। পবিত্র রমজান মোবারক

রমজান হলো আত্নসংযম, ঈশ্বরভক্তি ও মানবপ্রেমের মাস। আসুন আমরা সকলে মিলে এই পবিত্র মাসে এই গুণ গুলির পূর্ণ মর্যাদা দিই। পবিত্র রমজান মোবারক

রামজনের এই বিশেষ মাসে আসুন আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই এবং তাদের সাহায্যে এগিয়ে আসি। পবিত্র রমজান মোবারক

রমজান হলো পরিবর্তনের মাস। আসুন আমরা এই মাসে ভালো মানুষ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করি। শুভ রমজান!

রমজান এসেছে, রহমতের বার্তা নিয়ে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা!!

রোজা রাখি, নেকি কামাই, জান্নাতের পথ বানাই। পবিত্র রমজান মোবারক

“রমজান” মাস, ক্ষমার মাস, নেকি অর্জনের মাস। রমজানের এই পবিত্র মাসে সকলকে জানাই মোবারক বাত।

“ইফতার”-এর আয়োজনে, ভালোবাসা ছড়িয়ে পড়ে। তাই সবার মাঝে ইফতার বিতরণ করুন। পবিত্র রমজান মোবারক

“তারাবিহ”-এর সালাতে, মন পূর্ণ হয় শান্তিতে। মাহে রমজানের শুভেচ্ছা।

রমজান মানে ঐক্য, ভালোবাসা, সহমর্মিতা, দানশীলতা, সহায়তা এবং সকলের প্রতি সহানুভূতি। আসুন আমরা পবিত্র এ রমজান মাসে এই গুণগুলি অর্জন করে আরো সমৃদ্ধ হই। রমজানের শুভেচ্ছা।

রোজার ত্যাগে, মন ঝকঝকে, নতুন করে জীবন শুরু করি সকলকে জানাই রমজানের শুভেচ্ছা।

রমজানের আধ্যাত্মিকতা, জীবনে নিয়ে আসে নতুন আলো। এই পবিত্র আলো প্রজ্জ্বলিত হোক সকলের মনের মাঝে।

রমজান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, শুভেচ্ছা বার্তা ও কিছু কথা

রোজা নিয়ে কবিতা ও ছন্দ

যুগে, যুগে বহু মুসলিম কবি, সাহিত্যিক ইসলামিক বিষয়ের উপর বই, কবিতা লিখেছেন। এর মধ্যে সম্মানের সাথে জায়গা করে নিয়েছে রমজানের রোজাও। আর আমাদের মন, হৃদয় সব সময় কবিতা, ছন্দ তথা সাহিত্য প্রেমী। এতে করেই অনেকেই রমজানের রোজা নিয়ে কবিতা ও ছন্দ চেয়ে থাকি, যা নিচের অংশে তুলে ধরা হল।

রমজান
ই স লা ম ত রি ক
দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি
রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি।
রহমতে পূর্ণ
পাপরাশি চূর্ণ
রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।
:
রমজানের এই ডাকে সাড়া দেয় বুদ্ধ
মাসব্যাপী চলমান ঈমানী যুদ্ধ।
মুমিনের আমলে
পূণ্যের শ্যামলে
শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।।

পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা
এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।
মন্দকে নাচাতে
আত্মাকে বাঁচাতে
রমজানে বেড়ে যাক ঈমানি বেশটা।।
:
রমজান মুমিনের রহমতলুব্ধের
রমজান মুনাফিকের অতিশয় ক্ষুব্ধের।
জীবনের যুক্তি
পরিমিত মুক্তি
ভেবে দেখো রমজান কতটুকু মুগ্ধের?

মাহে রমজান
-মাহমুদুল হাসান খোকন
বছর ঘুরে আবার এলো
পাক মাহে রমজান,
মুসলিমের সিয়াম এলো
যাতে করে দম পান।
|
ফজরের আজান থেকে
মাগরিব হলে তবে,
খাদ্য খেতে বলে ডেকে
এভাবেই চলে সবে।

মন্দ কাজ ত্যাগ করতে
চায় সব রোজাদার,
মাস শেষে পূণ্য ধরতে
আছে যত বোঝা যার।
|
ফরজ সিয়াম ধর সবে
রমজান এক মাস,
রবের হুকুম গড়ে তবে
দিব সবে এক পাশ।

“রমজান”-এর শিক্ষা, আমাদের করে সৎ ও ন্যায়পরায়ণ। আসুন সকলে মিলে আমরা পবিত্র এই মাসে নিজেদের আত্মশুদ্ধি করি।

রমজানের চাঁদ উঠেছে, আকাশে ঝলমল করে। রোজার সাধনায়, মন পূর্ণ হয় পবিত্রতায়। পবিত্র রমজানের শুভেচ্ছা রইল।

রমজানের আশীর্বাদে, জীবন হোক সুখে-শান্তিতে পরিপূর্ণ। পবিত্র রমজানের শুভেচ্ছা রইল।

রমজান – শুধু রোজা রাখা নয়, বরং মনকে পবিত্র করা। পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই।

“রমজান”-এর সুযোগে, পাপ থেকে তওবা করা।নেকি কাজের মাধ্যমে, জান্নাতের পথ লাভ করা।

রমজান – সকলের জন্য আশীর্বাদের মাস। “রমজান”-এর শিক্ষা ধারণ করে, সুন্দর জীবন গড়ে তোলা।

রমজান মাস এটি ধৈর্য, সংযম এবং আত্মসংশোধনের মাস। আসুন আমরা এই মাসকে কাজে লাগিয়ে আমাদের নফসকে পরিশোধিত করি এবং নিজেদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলি।

রমজান মাস সকলের জন্য শুভ হোক। রমজানের শুভেচ্ছা।

রহমত ও মাগফিরাতের পবিত্র মাস হল রমজান। আল্লাহ আমাদের সকলকে এই মাসের ফজিলত লাভ করার তৌফিক দান করুন।

আসুন আমরা সকলে মিলে এই পবিত্র মাসকে পবিত্রভাবে কাটাই এবং আল্লাহর রহমতের ভাগীদার হই। রমজান মাস সকলের জন্য শুভ হোক।

রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময়। রমজান মাস সকলের জন্য শুভ হোক।
“রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত”

রোজা নিয়ে কিছু কথা হাদিস ও কোরআনের আয়াত

মহান আল্লাহ্‌ তাআলা মাহে রমজানের রোজাকে করেছেন ফরজ, যা আমাদের পূর্বের জাতিদেরও জন্যও করা হয়েছিল। পবিত্র এই মাসকে নিয়ে তাই আল্লাহ্‌ তাআলা কুরআনে অনেক আয়াত তুলে ধরেছেন। এছাড়াও আল্লাহ্‌র প্রিয় হাবীব আমাদের জানে নবী, প্রাণের নবী মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) এর বাণী রয়েছে হাদিসে – যা পর্যায়ক্রমে দেওয়া হল।

‘হে মুমিনরা, তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর।
যেন তোমরা আল্লাহভীরু হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩)

‘রোজা নির্দিষ্ট কয়েক দিনের। তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে। এটা যাদের খুব বেশি কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদয়া—একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা।
যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে, তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ যদি তোমরা জানতে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৪)

‘রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।
’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)

মানুষের কাছে গুনাহ মোচনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা।
— আল হাদিস

রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন।
— আল হাদিস

ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে।
— আল হাদিস

রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।
— আল হাদিস

প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।
— আল হাদিস

জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।
— আল হাদিস

প্রতিটি রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত।
— আল হাদিস

আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
— আল হাদিস

রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
— আল হাদিস

রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
— আল হাদিস

রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়।
— আল হাদিস

kareem

Kareen writes engaging content for Ramadancalendarz.com, combining passion for writing with knowledge of Islamic traditions, aiming to inform and inspire during the holy month.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button