২০২৫ সালের রমজান কত তারিখ? বাংলাদেশ প্রথম রোজা কত তারিখে শুরু
২০২৫ সালের রমজান কত তারিখ? বাংলাদেশ প্রথম রোজা কত তারিখে শুরু হবে 2025
২০২৫ সালের রমজান কত তারিখ? বাংলাদেশ প্রথম রোজা কত তারিখে শুরু হবে 2025 সালে জেনে নিন। আমরা জানি যে, বাংলাদেশ একটি ইসলাম ধর্ম প্রধান দেশ, যার ৮৯ শতাংশ মানুষই ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিম। এতে করে আমাদের উপর (বাংলাদেশী) পবিত্র মাহে রমজানের রোজা বা সিয়াম একটি ফরজ ইবাদাত। যার কারণে একজন মমিন, মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী হিসেবে প্রতিটি সময় আমাদের আগ্রহের কেন্দবিন্দুতে থাকে পবিত্র রমজান মাস। যে মাসের গুরুত্ব ও তাৎপর্য প্রতিটি মুসলিম জানে আশা করছি ইনশাআল্লাহ্।
এতে করে আমরা বিগত বছরের ন্যায় জানতে চাই, আগামী ২০২৫ সালের রমজান কবে বা কত তারিখে? অথবা রোজা কত তারিখে শুরু হবে বাংলাদেশ, সৌদি আরব, আরব আমিরাত (দুবাই) বা কাতার ও মালয়েশিয়ার মতো মধ্যপ্রাচ্যের দেশ সমূহে। এই প্রশ্নের বিশ্লেষণ ও গঠন মূলক উত্তর জানবো আমরা এই আর্টিকেলটির মধ্য দিয়ে, নিচের অংশে চোখ রাখুন।
২০২৫ সালের রমজান কত তারিখ?
আমরা জানি যে, আরবি মাসের নাম হচ্ছে পবিত্র মাহে রমজান, যা হিজরি সন ১৪৪৬ এর নবম তম মাস। এই মাসটি আরবি অন্যান্য সকল মাসের চেয়ে আলাদা। কারণ এই মাসের সিয়াম বা রোজাকে মহান আল্লাহ্ তাআলা আমাদের জন্য করেছেন ফরজ। যার মাস ব্যাপী রোজা রাখা আবশ্যিক (ফরজ অর্থ) এই মাসেই নাযিল করা হয়েছে পবিত্র আল কুরআন। মহিমান্বিত এই মাটিতে রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল_কদর।
তাই প্রতিটি মুসলিম হৃদয় এক রমজানের পরবর্তী রমজানের তারিখ বা সময় সূচী জানতে আগ্রহী হয়ে থাকে। তাদের উদ্দেশে জানাতে চায়, ২০২৫ সালের রমজান আগামী ১ অথবা ২ মার্চ হবার সম্ভাবনা বেশি (তারিখ পরিবর্তিত হতে পারে), কারণ প্রতি বছর ৯ থেকে ১০ দিন এগিয়ে আসে রমজান মাস।
বাংলাদেশ ২০২৫ সালের প্রথম রোজা কত তারিখে শুরু হবে?
বাংলাদেশ একটি ইসলাম ধর্মের দেশ, এদেশে বহু আল্লাহ্র ওলি ও আওলিয়া এসেছে ধর্ম প্রচারে লক্ষ্যে। যার কারণেই আল্লাহ্র রহমতে এদেশে আল্লাহ্র মনোনীত এক মাত্র ধর্ম ইসলামের মানুষের সংখ্যা বেশি আলহামদুলিল্লাহ। এতে করে ইসলামের ৫টি স্তম্ভের একটি রমজানের রোজা সম্পর্কে মানুষ জানতে চায়। এই যেমন বাংলাদেশে ২০২৫ সালের প্রথম রোজা কত তারিখে শুরু হবে? সাধারণত আরবি শাবানের সমাপ্তিতে রমজানের আগমন ঘটে।
এতে করে বলায় যাচ্ছে, ২৯ শাবান ইংরেজি ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের আকাশে মাহে রমজানের চাঁদের সন্ধান করা হবে, যার দেখা মিললে ১ মার্চ, ২০২৪ তারিখে বাংলাদেশে রমজানের প্রথম রোজা শুরু হবে। অন্যথায় আগামী ২ মার্চ, ২০২৫ (রবিবার) তারিখে রমজানের ১ম রোজা শুরু হবে বাংলাদেশ, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত ও কাতার, ওমান বা মালয়েশিয়ায়।
- সৌদি আরবে রোজা কবে ২০২৫? সৌদি আরবের রমজান শুরুর তারিখ
- দুবাই রোজা কবে ২০২৫ (আরব আমিরাত রমজানের ১ম রোজা শুরুর তারিখ)
- মালয়েশিয়া রোজা কবে ২০২৫ (2025 সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ)
2025 সালের রমজান কোন মাসে
পবিত্র মাহে রমজান মাস আসে আমাদের ক্বলব’কে পাক পবিত্র করতে, এই মাসে রহমত, বরকত ও মাগফিরাতের বাড়িধারা বয়ে দেন মহান রব। এক কথায় প্রকাশ করলে মুসলিমদের জন্য এই বরকতময় রমজান মাসটি একটি বোনাস সুরূপ, যার মাধ্যমে সিয়াম সাধনা ও অন্যান্য ইবাদাতের মধ্য দিয়ে মুসলিমরা নিজেদের পরিশুদ্ধ করে থাকে সকল গোনা মাফের সুবর্ণ সুযোগ বটে। আরবি মাস গুলো প্রতি বছর ৯ থেকে ১০ দিন করে এগিয়ে আসে, সেই হিসেবে ২০২৪ সালের রমজান মাস ইংরেজি মার্চের ১১ তারিখে হয়েছি, যার কারণে আশা করা যাচ্ছে 2025 সালের রমজান মাস ১ মার্চ শুরু হবে (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।