সৌদি আরবে রোজা কবে ২০২৫? সৌদি আরবের রমজান শুরুর তারিখ
সৌদি আরবে রোজা কবে ২০২৫ (সৌদি আরবে রমজানের প্রথম রোজা শুরুর তারিখ)
সৌদি আরবে রোজা কবে ২০২৫? সৌদি আরবের রমজান শুরুর তারিখ 2025 জেনে নিন সৌদির রমজানের প্রথম রোজা কবে থেকে শুরু হবে? এমন প্রশ্নের উত্তরের গঠনমূলক আলোচনা হবে এই আর্টিকেলটিতে ইনশাআল্লাহ্। আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। ১টি বছর পরে ইসলাম ধর্মের অনুসারী তথা আমাদের মুসলিমদের ঘরে আসতে চলেছে পবিত্র মাহে রমজান মাস, যার গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা অপরিসীম। কারণ রমজানের সিয়ামকে মহান আল্লাহ্ তাআলা আমাদের জন্য করেছেন ফরজ ইবাদাত। এতে করেই সারা বছর আমাদের মন আকুল আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে মহা এই মাসটির। আসুন এবার জেনে ও দেখে নিই পবিত্র ভূমি সৌদি আরবে রোজা কবে শুরু বা সৌদি আরবের রমজানের ১ম রোজা ২০২৫ কত তারিখ থেকে হতে যাচ্ছে।
সৌদি আরবে রোজা কবে ২০২৫?
মুসলিম বিশ্বের সব থেকে ক্ষমতাধর থেকে শুরু করে ইসলামিক যাবতীয় বিষয়ে আমরা সৌদি আরবের দিকে লক্ষ্য এই যেমন সৌদিতে রোজার শুরু তারিখ বা সময় কবে। এছাড়াও সৌদি আরবে আমরা গিয়ে থাকি হজ্জ ও উমরাহ্ করতে। এসব কিছু মিলিয়েই সৌদি আরব প্রতিটি ইসলামিক দেশের কেন্দ্রবিন্দুতে থাকে। যার জন্যই সকলে জানতে চায়, সৌদি আরবে রোজা কবে ২০২৫? এই প্রশ্নের ধারণাগত উত্তর এখন দেওয়া যায়। কারণ আপনারা জানেন যে, রমজানের রোজা শুরুর বিষয় নির্ধারিত হয় চাঁদ দেখার উপর। অন্যান্য বছরের ন্যায় ২০২৫ সালেও সৌদিতে রোজার সময় সূচি জানতে চাঁদ দেখার আয়োজন করা হবে। যেহেতু প্রতিবারের রমজান মাস শুরুতে ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে, এই হিসেবে সৌদি আরবে রোজা শুরু হবে ১ মার্চ, ২০২৫ তারিখে।
সৌদি আরবের রমজান শুরুর তারিখ 2025
আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে, সৌদি সহ পৃথিবীর সকল দেশের রমজান শুরু হয় চাঁদের উপর ভিত্তি করে। এতে করে আগেই একটি সঠিক তারিখ বলা সম্ভব নয়, বলা যেতে পারে ধারণাগত কিছু তারিখ। তাই আপনারা যারা এখন জানতে চাচ্ছেন, সৌদি আরবে রমজান মাস কবে থেকে শুরু বা ১ম রমজান কবে থেকে? তাদের উদ্দেশে আমরা বলতে চায়, আশা করা যাচ্ছে সৌদি আরবের রমজান শুরু হবে আগামী ১ মার্চ (শনিবার), 2025 হতে।
2025 সালে সৌদি আরবের রমজান কবে?
2025 সালের পবিত্র মাহে রমজান সৌদি আরব কবে? এমন প্রশ্ন এখন প্রতিটি মুসলিম হৃদয়ে। কারণ শুধুমাত্র স্থানীয় সৌদি আরব বাসী নয়, পুরো বিশ্বের ইসলাম ধর্মের মানুষ জানতে চায়। কেন না, সাধারণত মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে সৌদি আরবের সাথে বা ১দিন পরেই রমজানের ১ম রোজা শুরু হয়। এতে করে সকলেই আগে জানতে চায়, সৌদি আরবের রমজান শুরুর তারিখ বা সময়সূচি। আমরা বিগত বছর এবং চলতি হিজরি সন ১৪৪৬ সালের শাবান মাসের উপর ভিত্তি করে ধারণা করছি 2025 সালের রমজানের প্রথম রোজা বা রমজান মাস সৌদি আরবে শুরু হচ্ছে পহেলা মার্চ হতে।
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
সৌদি আরবে কি রমজান চাঁদ দেখা গেছে ২০২৫
Saudi Arabia তথা সৌদি আরবে রোজা বা রমজান কবে থেকে শুরু হবে? এই প্রশ্নের উত্তর জানতে সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আয়োজন করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শুক্রবার)। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরাব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আমরা জানি জানি যে, সৌদি আরবের আকাশে রোজার চাঁদ দেখা গেছে কিনা? সৌদিতে আজকে চাঁদ উঠেছে কি ২০২৫, আগামীকাল কি সৌদিতে রমজানের রোজা শুরু হবে। এসব জানতেই দেশটির রাজধানী শহর রিয়াদে রমজানের চাঁদের সন্ধ্যা করা হবে সন্ধ্যা সালে ৬ টায় মাগরিবের সালাতের পর। এতে করে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে। আগামী শনিবার ১ মার্চ, ২০২৫ তারিখ থেকে সৌদি আরবে রোজা শুরু হবে।
উল্লেখ্য যে, আরবি বর্ষপঞ্জির ৯ম মাস হলো রমজান, যা ৮ম তম মাস শাবানের পরে আসে। রমজান মাসে সূর্য উদয়ের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানি বা যেকোনো ধরনের খাবার না খেয়ে রোজা বা সিয়াম (সাওম) পালন করা হয়। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমাদান মাসটি সিয়াম সাধনা ও ইবাদতে কাটান।