সৌদি আরবে রোজার ঈদ কবে ২০২৫ (সৌদি আরবে ঈদুল ফিতর কত তারিখে)
সৌদি আরবে রোজার ঈদ কবে ২০২৫ (সৌদি আরবে ঈদুল ফিতর কত তারিখে) দেখুন!

সৌদি আরবে রোজার ঈদ কবে ২০২৫ (সৌদি আরবে ঈদুল ফিতর কত তারিখে) উদযাপিত হবে জেনে নিন। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই আর্টিকেলটি। আজকের আর্টিকেলে আমরা শেয়ার করবো সৌদি আরবে রোজার ঈদ কবে? ২০২৫ সালে সৌদিতে ঈদুল ফিতর কত তারিখে হবে। এছাড়াও জানতে পারবেন আজকে কি সৌদি আরবের আকাশে রোজার বা ঈদুল ফিতরের চাঁদ উঠেছে কিনা, চাঁদ দেখা গেছে কিনা? এ যাবতীয় বিস্তারিত তথ্য উপাত্ত জানতে পুরো আর্টিকেলটি পড়ুন মনোযোগ সহকারে।
সৌদি আরবে রোজার ঈদ কবে ২০২৫
ধর্ম প্রাণ মুসলিমদের ঘরে বছর ঘুরে আবারও আসতে চলেছে পবিত্র ঈদুল ফিতর বা রমজানের রোজার ঈদ। আরবি ১২টি মাসের মধ্যে রমজান মাসের পর শাওয়াল মাসের ১ তারিখে পালন করা হয়ে থাকে রোজার ঈদ। আর মুসলিমদের প্রধান লক্ষ্য থাকে সৌদি আরবকে ঘিরে, যার কারণে সবাই জানতে চায় সৌদি আরবে রোজার ঈদ কবে ২০২৫? কারণ সৌদি আরবে রোজার ঈদ পালনের ১ দিন পরে বাংলাদেশ, ভারত, দুবাই (আরব আমিরাত) মতো মধ্যপাচ্যের দেশ গুলোতে পালিত হয়। আশা করা যাচ্ছে এবার সৌদি আরবে রোজার ঈদ পালিত হবে আগামী ৩১ মার্চ, ২০২৫ রোজ সোমবার (যদি রমজান মাস পূর্ণ ৩০ দিন হয়)।
সৌদি আরবে ঈদুল ফিতর কত তারিখে?
২০২৫ সালে সৌদি আরবে শাওয়াল কবে থেকে শুরু হচ্ছে? বা সৌদি আরবে ঈদুল ফিতর কত তারিখে? এ নিয়ে বিভিন্ন মহলে এখন চলছে আলোচনা। সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে সৌদি সহ প্রতিটি দেশের ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। তার লক্ষ্যে এবারও সৌদি সরকার চাঁদ দেখার আয়োজন করবে, সে অনুযায়ী দেশটি জাতীয় চাঁদ দেখা কমিটি মনে করছে ২০২৫ সালের রোজার ঈদ বা ঈদুল ফিতর সৌদি আরবে পালিত হতে পারে আগামী ৩১ই মার্চ (সোমবার)।
সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে কিনা 2025
সৌদি সহ পৃথিবীর সকল ইসলামিক দেশগুলোতে পবিত্র রমজান মাস শেষে ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখার ওপর নির্ভর করে থাকে। আর এ জন্য সকলে জানতে চায় সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে কিনা 2025? বা আজকে সৌদির আকাশে রজানের রোজার ঈদের চাঁদ উঠেছে কি না। এ বছর আরব বিশ্ব ও অন্যান্য ইসলামিক দেশগুলোতে ২৯ মার্চ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মহাকাশ গবেষণা সংস্থা ‘আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র’ ইতোমধ্যেই জানিয়েছে ২৯ মার্চ রমজানের ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। যার ফলে পরেরদিন ৩০ মার্চ চাঁদ দেখা যাবে এবং ৩১ মার্চ সৌদি আরব সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা রোজার বা ঈদুল ফিতর উৎযাপন করবেন।