পেনাং রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
পেনাং রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025)
পেনাং রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025 মালয়েশিয়ার পেনাং) দেখুন ও সঠিক সময়ে সিয়াম পালন করুন। আপনারা সকলেই অবগত আছেন যে, মালয়েশিয়ার একটি দ্বীপ হচ্ছে পেনাং, যেখানে রয়েছে স্থানীয় মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশীরা। পবিত্র মাহে রমজানের রোজা একটি ফরজ ইবাদাত, এতে করে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে রোজা রাখতেই হবে। তাই আপনারা যারা এখন মালয়েশিয়ার পেনাং রয়েছেন এবং রমজানের সিয়াম রাখবেন তাদের জন্যই নিচের অংশে তুলে ধরা হবে পেনাং রমজানের ক্যালেন্ডার ২০২৫।
পেনাং রমজানের ক্যালেন্ডার ২০২৫
সুদীর্ঘ একটি বছর পর আমাদের ঘরে, ঘরে আবারও পবিত্র মাহে রমজানের সুবাস বয়ছে। কারণ আমরা সকলে অবগত আছি যে, সৌদি আরবের সাথে মালয়েশিয়াতেও পবিত্র মাহে রমজান মোবারকের চাঁদ দেখা গেছে। এতে করে মালয়েশিয়ার সকল শহরে শুরু রমজানের প্রথম রোজা শুরু হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ। এতে করে এখন আপনারা যারা মালয়েশিয়ার পেনাং অবস্থান করছেন এবং এবারের রোজা এখানেই থাকতে চান। তাদের জন্য জানতে হবে পেনাং রমজানের ক্যালেন্ডার ২০২৫, তাহলে সহজেই প্রতিদিনের রোজার যাবতীয় সময় সূচি সংক্রান্ত কাজকর্ম পেতে পারবেন।
মালয়েশিয়ার পেনাং রমজানের সময় সূচি ২০২৫ : আজকের রোজার ইফতার টাইম ও সেহরির শেষ সময়
প্রবাসী বাংলাদেশদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া, এই দেশটিতে প্রায় সাড়ে ৭ লাখের মতো প্রবাসী থাকে। দেশটির বিভিন্ন শহরে বাংলাদেশীদের অবস্থান তার মধ্যে উন্নতম পেনাং দ্বীপ। এটি দ্বীপ হলেও এখানেও প্রচুর পরিমাণে বাংলাদেশীদের বসবাস। যার কারণেই পবিত্র মাহে রমজানের রোজা করার ক্ষেত্রে আপনাকে পেনাং এর রোজার সময় সূচি জেনে নিতে হবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের থেকে বেশি একটা দূরে নয় পেনাং। যার জন্যই আপনাকে মালয়েশিয়ার পেনাং রমজানের সময় সূচি ২০২৫, আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময় জানতে সেই ক্যালেন্ডারটি দেখলেও হবে।
মালয়েশিয়া রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ মালয়েশিয়া পেনাং
এক, এক করে আমরা মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর, মালাক্কা, জোহর বাহরুর রমজানের সময় সূচি দেওয়া হয়েছে। যেখানে সেই এলাকার সেহরির শেষ সময় দেওয়া হয়েছে। এবার আমরা জানবো মালয়েশিয়ার পেনাং আজকের সেহরির সময় শেষ ০৬.২২ টায়।
আজকের ইফতারের সময়সূচি 2025 পেনাং
আজ সন্ধ্যে ০৭.৩২ টায় মালয়েশিয়ার পেনাং শহরে পবিত্র মাহে রমজানের রোজার ইফতার হবে। সেহরি খেয়ে রোজার রাখার নিয়ম করা হয় এবং মাগরিবের নামাজের আযানের সময় ইফতার করতে হবে।