ওমানের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
ওমানের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
ওমানের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের রোজার ইফতার টাইম ও সেহরির শেষ সময় সূচি 2025) জেনে নিন। ওমানি প্রবাসী সকল বাংলাদেশী ভাই ও বোনদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। যেখানে আজকের আর্টিকেলে তুলে ধরবো ওমানের রোজার সময়সূচি ২০২৫, অনুসারে আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময়। ইতোমধ্যেই আপনারা জেনেছেন, ২০২৫ সালের রমজানের রোজার চাঁদ ওমানের আকাশে দেখা মিলেছে। ২৭ই ফেব্রুয়ারি অফিচিয়াল ভাবেই সৌদি আরবের সাথেই শাবানের শেষে রমজানের চাঁদ উঠেছে। এতে করে দেশটি অবস্থানরত প্রবাসীরা রমজানের সময়সূচি খুঁজছে, যা নিচের অংশে টেবিল ও পিডিএফে দেওয়া হবে।
ওমানের রমজানের ক্যালেন্ডার ২০২৫
মধ্যপ্রাচ্যের ছোট একটি দেশ হচ্ছে ওমান, যেখানে প্রায় ৯৮ শতাংশ মুসলিমদের বসবাস। দেশটিতে কাজের সন্ধানে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় লাখের উপর শ্রমিক পাড়ি জমান এবং বর্তমানেও প্রায় সাড়ে ৪ লাখ লোক রয়েছে সেখানে। এতে করে যখনই রমজানের মতো পবিত্র মাস উপস্থিত হয়, তখন স্বাভাবিক ভাবে ওমানে অবস্থান করা বাংলাদেশীরা রোজা বা সিয়াম পালন করেন। এতে করে তাদের প্রয়োজন হয় ওমানের রমজানের ক্যালেন্ডার ২০২৫, যা ইতোমধ্যেই ওমান সরকারের ইসলামিক ফাউন্ডেশন প্রণয়ন করেছে।
ওমানের রমজানের সময় সূচি 2025 : আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময়
শাবান মাসের ৩০ তারিখে ওমানের আকাশে সৌদি আরবের সাথেই রমজানের চাঁদ দেখার আয়োজন করা হয়। এতে করে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি, সেদিন সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখতে পান, যার ফলে ওমানে প্রথম রোজা শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ হতে। তাই আপনারা যারা এখন ওমানে রয়েছেন এবং রমজানের রোজা রাখবেন তাদের জানতে হবে ওমানের রমজানের সময় সূচি 2025 অনুসারে আজকের রোজার ইফতার টাইম ও সেহরির শেষ সময়।
ইতালির রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ ওমান মাস্কাট
আপনারা জানেন যে, ওমানের রাজধানী শহর হচ্ছে মাস্কাট যেখানে দেশটির সিংহভাগ মানুষের অবস্থান। এতে করে ওমানে যখন পবিত্র মাহে রমজান মাসের উপস্থিতি ঘটে তখন জেনে নিতে হয় সেহরির সময়সূচি। সেক্ষেত্রে ওমানের রমজানের ক্যালেন্ডার অনুযায়ী আজকের সেহরির শেষ সময় ভোর ৫ টা ১৯ মিনিট।
আজকের ইফতারের সময়সূচি 2025 ওমান
সেহরির শেষ সময়ের পাশাপাশি জানা প্রয়োজনীয় হচ্ছে ইফতারের টাইম। কারণ সঠিক সময়ে আমাদের ইফতার করার মধ্য দিয়ে রোজা বা সিয়াম পূর্ণ করতে হয়। এতে করে কোন রকমের ভুলভ্রান্তি করা যাবে না, তাই জেনে নিতে হবে ওমানে আজকের ইফতারের টাইম বা সময় হচ্ছে সন্ধ্যে ৬ টা ১৭ মিনিট।