ওমান মাস্কাট রমজানের সময়সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
ওমান মাস্কাট রমজানের সময়সূচি 2025 : আজকের ইফতার ও সেহরির শেষ সময়

ওমান মাস্কাট রমজানের সময়সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় জেনে নিন। ওমানে দেখা মিলেছে পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ, আজ ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় দেশটির রাজধানী শহর মাস্কাটে দেখা যায়। এতে করে সৌদি আরবের সাথেই ২০২৫ সালে ওমানের প্রথম রোজা শুরু হচ্ছে ১ মার্চ (শনিবার)। এতে করে আপনারা যারা ওমানের রাজধানী মাস্কাটে রয়েছেন এবং আজকের ইফতার টাইম ও সেহরির সময় সূচি জানতে চান, তারা এখন সঠিক স্থানে অবস্থান করছেন। কেন না, আমরা এই আর্টিকেলটির মধ্য দিয়ে একে, একে তুলে ধরতে চলেছি ওমান মাস্কাট রোজার সময়সূচী ক্যালেন্ডার 2025 যা আপনাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ্।
ওমান মাস্কাট রমজানের সময়সূচি ২০২৫
ওমানের উন্নতম এবং একই সাথে মধ্যপ্রাচ্যের রাজধানী খ্যাত ওমানের রাজধানী হল মাস্কাট। যে শহরে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অনেক দেশের প্রবাসীরা রয়েছে। সাধারণত কাজের জন্যই প্রবাসী বাংলাদেশীরা এই দেশটিতে যান, অন্যদিকে অন্য দেশের প্রবাসীরা পর্যটক হিসেবে ঘুরতে গিয়ে থাকেন। এদের মধ্যে যারা মহান আল্লাহ্ মনোনীত একমাত্র ধর্ম, ইসলামের অনুসারী তারা বা তাদের পবিত্র মাহে রমজানের রোজা বা সিয়াম রাখা আবশ্যিক। এতে করেই নিজের অবস্থান ভেদে জেনে নিতে হবে তার সময় সূচী। জেনে নিন ওমান মাস্কাট আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময়।
ওমানের মাস্কাট রোজার সময় সূচি 2025 ক্যালেন্ডার
অনেক সুন্দর এবং পুরনো ইহিতাস রয়েছে ওমানের রাজধানী মাস্কাটের, এছাড়াও তার সৌন্দর্যের কারণে নান দেশের পর্যটক এখানে ঘুরতে আসে অবসরে। যার কারণেই রমজানে যাদের ভ্রমণ পরে তাদের বিশেষ করে জানতে হয় মুসলিম হিসেবে রমজানের সময় সূচি 2025 ওমানের মাস্কাটের জন্য। সাধারণত দেশটির মাস্কাট শহরে মোট জনসংখ্যার প্রায় ২৪% বসবাস করে, যাদের মধ্যে ৮৫% ইসলাম ধর্মের আলহামদুলিল্লাহ।
Muscat Ramadan Calendar 2025: Today Sehri and Iftar Timings PDF
ওমান মাস্কাট ইফতার টাইম ২০২৫
আজ সন্ধ্যা ০৬:১৭ টায় ওমানের রাজধানী মাস্কাটের ইফতার টাইম, মমিন মুসলিমরা সারাদিন সকল ধরণের পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় মাগরিবের আযানের সময় রোজার ইফতার করে।
মাস্কাট সেহরির শেষ সময় ২০২৫
আজ ভোর ০৫:১৯ টায় ওমান মাস্কাট শহরের সেহরির সময় শেষ হবে, এর আগে অর্থাৎ সুবাহে সাদিকের আগে আপনাকে সেহরি সম্পন্ন করতে হবে এবং রোজার নিয়ত করতে হবে।