নেদারল্যান্ডস রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
নেদারল্যান্ডস রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
নেদারল্যান্ডস রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের রোজার ইফতার টাইম ও সেহরির শেষ সময় সূচি 2025) দেখে নিন। নেদারল্যান্ডসে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বোনদের পবিত্র রমজানের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এই আর্টিকেলটি। যেখানে আমরা শেয়ার করবো দেশটির রোজার সময়সূচি ও আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময়। আমরা জানি যে, নেদারল্যান্ডসে অনেক প্রবাসী বাংলাদেশীরা থাকেন, যাদের মাহে রামাদানের রোজা বা সিয়াম সেখানেই পালন করতে হয়। আর এতে করেই তাদের প্রয়োজন হয়, নেদারল্যান্ডসের রমজানের সময়সূচি ২০২৫ যাতে করে সঠিক সময় সেহরির খেয়ে রোজা রেখে আবার ইফতার করতে পারে।
নেদারল্যান্ডস রমজানের ক্যালেন্ডার ২০২৫
নেদারল্যান্ডসের আকাশেও দেখা মিলেছে পবিত্র রমজান মাসের চাঁদ, যার ফলে দেশটিতে সৌদি আরবের সাথেই শুরু হচ্ছে প্রথম রোজা। এতে করে আপনারা যারা এখন নেদারল্যান্ডসে রয়েছেন এবং মুসলিম হিসেবে রোজা রাখবেন তাদের জন্য দেশটির সরকার রমজানের ক্যালেন্ডার প্রকাশ করেছে। এতে করে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ প্রথম রোজা থেকে মাস ব্যাপী ৩০টি রোজার নেদারল্যান্ডস রমজান ক্যালেন্ডার ২০২৫ তুলে ধরা হয়েছে।
নেদারল্যান্ডসের রমজানের সময় সূচি 2025 : আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময়
পড়াশুনা জন্য এবং একই সাথে কাজের জন্য ইউরোপের দেশ নেদারল্যান্ডসে রয়েছেন অনেক বাংলাদেশী প্রবাসীরা। বছরের পর বছর তারা সেখানে অবস্থান করেন, এতে করে যখন মাহে রমজান মাস আসে, রোজাও তারা সেখানেই পালন করেন। যার কারণে তাদের জানা প্রয়োজন হয় নেদারল্যান্ডসের রমজানের সময়সূচি 2025, অনুসারে আজকের রোজার ইফতারের টাইম টেবিল ও সেহরির শেষ সময়সূচি। যাতে করে সঠিক সময় জেনে ও মেনে সঠিক নিয়মে আপনি দূর প্রবাস নেদারল্যান্ডসে থেকেও পবিত্র রমজানের সিয়াম রাখতে পারেন।
ওমানের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ নেদারল্যান্ডস আমস্টারডাম
আমস্টারডাম যা নেদারল্যান্ডসের রাজধানী শহর, যাকে দেশটির প্রাণ কেন্দ্রও বলা হয়ে থাকে। তাই আপনি নেদারল্যান্ডসের যে শহরেই বাস করুন না কেন, আপনাকে প্রথমে জেনে নিতে হবে রাজধানী শহরের রমজানের সময়সূচি অনুসারে নেদারল্যান্ডসের আজকের সেহরির শেষ সময় ভোর ৫ টা ৩২ মিনিট (অন্যান্য শহরের জন্য ২ থেকে ৫ -+ হবে)।
আজকের ইফতারের সময়সূচি 2025 নেদারল্যান্ডস
সেহরির পরে জেনে নিতে হবে ইফতারের সময়সূচি বা টাইম, কারণ ইফতারের মধ্য দিয়েই সিয়াম পূর্ণ হয়। তাই সঠিক সময়ের সাথে, মাগরিবের আযানের সাথে, সাথে ইফতার করতে হবে। নেদারল্যান্ডসের রোজার সূচি অনুযায়ী আজকের ইফতার টাইম হল সন্ধ্যে ৬ টা ২০ মিনিট।