জাপানের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
জাপানের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
জাপানের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি) জেনে নিন। জাপানে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী ভাই, বোনদের পবিত্র মাস মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, যেখানে এই আর্টিকেলে শেয়ার করবো জাপারের রোজার ক্যালেন্ডার ২০২৪ আজকের সেহরি ও ইফতারের সময়সূচি 2025। যাতে করে আপনি জাপানে থাকা কালেও সেখানকার নিয়ম অনুসারে সঠিক সময়ে সেহরি খেয়ে রোজা রাখতে পারেন এবং ইফাতারের মধ্য নিয়ে সিয়াম পূর্ণ করতে পারেন। তাই আসুন এক, এক করে দেখে নিই জাপানের সেহরি ও ইফাতারের সময় সূচি ২০২৪ রোজার ক্যালেন্ডার সমূহ।
জাপানের রমজানের ক্যালেন্ডার ২০২৫
সৌদি আরবের ন্যায়, সূর্য উদয়ের দেশ জাপানেও ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (বৃহস্পতিবার) শাবান মাসের শেষ, পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। এতে করে জাপানে প্রথম রোজা আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) হতে শুরু হবে। যার কারণে জাপান সরকারের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানাপানের রমজানের ক্যালেন্ডার ২০২৫ প্রণয়ন করেছে। যেখানে তুলে ধরা হয়েছে মাস ব্যাপী চলমান রোজার সেহরি ও ইফতারের সময়সূচি, যা অনুসরণ করে জাপানের মুসলিম উম্মাহরা সিয়াম পালন করতে পারবেন সহজেই।
জাপান রমজানের সময় সূচি 2025 : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
আরবি ১২টি মাসের মধ্যে উত্তম একটি মাস হচ্ছে পবিত্র মাহে রমজান, যার রোজা বা সিয়াম পালন মুসলিমদের উপর ফরজ করা হয়েছে। তাই একজন মুসলিম হিসেবে আপনি যে দেশেই অবস্থান করুন না কেন, আপনাকে সিয়াম রাখতে হবে। এতে করে সেই দেশের সময়সূচি অনুসারে সিয়াম রাখতে ও ভঙ্গ করতে হবে। তাই আপনারা যারা এখন জাপানে রয়েছেন, সেক্ষেত্রে জাপান রমজানের সময় সূচি 2024 জেনে নিতে হবে, যাতে রয়েছে আজকের ইফতার ও সেহরির শেষ সময়।
কানাডার রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ জাপান
জনসংখ্যার দিক থেকে জাপান ছোট একটি দেশ, তবে উন্নতের দিক থেকে অনেকে বেশি এগিয়ে রয়েছে। এশিয়ার দেশ জাপান মুসলিম প্রধান না হলেও সেখানে রয়েছে অনেক প্রবাসী মুসলিম, যাদের প্রয়োজন রমজানের রোজার ক্যালেন্ডার অনুসারে জাপানে আজকের সেহরির শেষ সময় ভোর ৪ টা ৪৬ মিনিট।
আজকের ইফতারের সময়সূচি 2025 জাপান
আপনি কি এখন জাপানে রয়েছেন, তাহলে আপনার জন্য জানা আবশ্যিক রমজানের সিয়াম পালনে দেশটি সময়ে সেহরি ও ইফতারের সময়। সেই মতেই আজ জাপানের ইফতার হবে সন্ধ্যে ৫ টা ৩৬ মিনিটে, এছাড়াও এশার সালাতের ওয়াক্ত শুরু হবে রাত ৭ টা ২ মিনিটে।