দোহা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
দোহা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025)
দোহা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025) জেনে নিন। কাতার যার রাজধানী শহর হচ্ছে দোহা, কাজের জন্যই বিশেষ করে এই দেশটি রয়েছে প্রায় কয়েক লাখ প্রবাসী বাংলাদেশীরা। আমরা জানি যে, কাতার একটি মুসলিম দেশ এবং বাংলাদেশের প্রবাসীদের মধ্যে ৯৯% মুসলিম। এতে করে যখন পবিত্র মাহে রমজান মাস তাদের মধ্যে এসে, তখন তারা কাতার সহ দেশটির বিভিন্ন শহরেই রোজা পালন করে। তাই এই মুহূর্তে আপনারা যারা দেশটির রাজধানী দোহাতে রয়েছেন, তাদের জানতে হবে কাতারের দোহার রমজানের সময়সূচি ২০২৫ অনুযায়ী আজকের সেহরি ও ইফতারের টাইম।
দোহা রমজানের ক্যালেন্ডার ২০২৫
আরব দেশ হচ্ছে কাতার, যার প্রাণকেন্দ্র আবার রাজধানী দোহা, প্রতি বছর শুধুমাত্র কাজের জন্য বাংলাদেশ হতে বহুসংখ্যক মানুষ দেশটিতে যায়। যাতে করে যেমন একদিকে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও সহায়ক ভূমিকা রাখতে পারে। আমরা জানি যে, সৌদি আরব সহ সকল আরব কান্ট্রিতে ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। এতে করে দেশটিতে ১ মার্চ (শনিবার) শুরু হচ্ছে রমজানের রোজা বা সিয়াম। যার জন্যই আপনাদের জন্য বিশেষ ভাবে এনেছি দোহার রমজানের ক্যালেন্ডার ২০২৫, যেখানে রয়েছে পুরো মাস ব্যাপী বিস্তারিত সূচি।
কাতারের দোহা রমজানের সময় সূচি 2025 : আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময়
উন্নয়ন, অগ্রগতির দিক থেকে আরব দেশ গুলোর মধ্যে কাতার অনেক, অনেক গুণ এগিয়ে। দেশটির রাজধানী দোহাকে কেন্দ্রে করে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনাসহ উন্নয়ন মূলক সকল কিছুই। আর এসব কিছুতে হাতের ছোঁয়া রয়েছে প্রবাসী বাংলাদেশীদের যাদের অক্লান্ত পরিশ্রমে এসব কিছুর ভিত্তি গড়ে উঠেছে। সেই প্রবাসী বাংলাদেশী ভাইদের জন্যই এ অংশে তুলে ধরা হয়েছে কাতারের দোহার রমজানের সময় সূচি 2025 যেখানে তথ্য উপাত্ত সহ আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময় ম্যানশন করা হয়েছে।
কাতার রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ দোহা
আপনারা অনেকেই একটি কমন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে কাতারের দোহাতে আজকের সেহরির সময় সূচি জানতে চেয়ে। সিয়াম বা রোজা রাখার ক্ষেত্রে সেহরি একটি কল্যাণময় খাবার, যার জন্য রয়েছে নির্ধারিত সময়। কাতারের রোজার সময়সূচি ২০২৫ অনুযায়ী দোহার আজকের সেহরির শেষ সময় ভোর ৪ টা ৩৯ মিনিট।
আজকের ইফতারের সময়সূচি 2025 কাতার দোহা
মরুর দেশ কাতারে ইফতারের টাইম কখন ও কয়টায়? স্বাভাবিক ভাবে প্রথম রমজানের রোজার দিকে মানুষ জানতে চায়। কাতারের রমজানের ক্যালেন্ডার 2025 অনুযায়ী দোহাতে আজকের ইফতার টাইম সন্ধ্যে ৫ টা ৩৬ মিনিট।