সিঙ্গাপুর রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
সিঙ্গাপুর রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
সিঙ্গাপুর রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025) দেখুন ও সঠিক সময়ে সিয়াম পালন করুন। আমরা জানি যে, সিঙ্গাপুর খুবই ছোট একটি দেশ, তবে উন্নত বিশ্বের মাঝে উন্নতম একটি দেশ। এ দেশে রয়েছে প্রায় সাড়ে ৩ লাখ প্রবাসী বাংলাদেশী, যারা প্রতি বছরের কাজের জন্য সিঙ্গাপুরে গিয়ে থাকেন। তেমনি ভাবে যখনি তাদের মাঝে পবিত্র মাহে রমজান মাসের উপস্থিতি ঘটে তখন তারা সিয়াম পালন করেন। ২০২৫ সালের মাহে রমজানের এসেছে, যার কারণে আমাদের তাদের জন্য সিঙ্গাপুরের রমজানের ক্যালেন্ডার ২০২৫ নিয়ে হাজীর হয়েছি, যেখানে ইফতারের সময়সূচী ও সেহরির শেষ সময় 2025 রয়েছে টেবিল ও ছবি আকারে।
সিঙ্গাপুর রমজানের ক্যালেন্ডার ২০২৫
সৌদি আরবের ন্যায় সিঙ্গাপুরেও দেখা গেছে শাবান মাস শেষে পবিত্র মাহে রমজানের চাঁদ। যা গত ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শুক্রবার) দেখা যায়, এতে করে সিঙ্গাপুরের রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে আগামী ১ মার্চ, ২০২৪ তারিখে। যার কারণে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন জায়গায় সিঙ্গাপুরের রমজানের ক্যালেন্ডার ২০২৫ খুঁজবে, যাতে করে সময়মত সেহরি ও ইফতার করতে পারে। তাই আমরা এ অংশে তুলে ধরবো সিঙ্গাপুর সরকারের ধর্ম মন্ত্রণালয়ের প্রণয়নকৃত 2025 সালের সিঙ্গাপুরের রমজানের রোজার ক্যালেন্ডার।
সিঙ্গাপুরের রমজানের সময় সূচি ২০২৫ : আজকের রোজার ইফতার টাইম ও সেহরির শেষ সময়
দেশের অর্থনীতির চাকাকে সচল করতে প্রতি বছর বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান আমাদের দেশের অগণিত জনবল। যাদের লক্ষ্য থাকে দেশের উন্নয়ন সাধন করা, এতে করে তাদের কিছুটা সাহায্য করতে আমাদের আজকের এই আর্টিকেলে যেখানে তাদের জন্য সিঙ্গাপুরের রমজানের সময় সূচি ২০২৫ তুলে ধরছি যেখানে রয়েছে প্রথম রোজার থেকে শুরু করে সকল রোজার ইফতার টাইম ও সেহরির শেষ সময়। যাতে করে আপনারা বাংলাদেশের বাহিরে ভিন্ন দেশে থেকেও সঠিক সময়ের মধ্যেই সিঙ্গাপুরেও পবিত্র মাহে রমযান মাস কাটাতে পারেন।
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ সিঙ্গাপুর
প্রতিটি দেশের অবস্থান ভূগোলিক ভেদে সময়ের পার্থক্য হয়ে থাকে সিঙ্গাপুরও তার বিপরীত নয়। তাই আপনি যখন সিঙ্গাপুরে রয়েছেন, তখন আপনাকে জেনে নিতে হবে সেখানকার রমজানের ক্যালেন্ডার 2025 অনুসারে আজকের সেহরির শেষ সময় হল ভোর ৬ টা ৬ মিনিট।
আজকের ইফতারের সময়সূচি 2025 সিঙ্গাপুর
স্বাভাবিক ভাবে প্রথম রোজার দিকে বা সময়ে সকলের আগ্রহের মধ্যে থাকে বা বিরাজ করে আজকের ইফতারের সময়সূচি কখন ও কয়টায়। কারণ প্রথমে জানলে পরে একটি ধারণা হয়ে যায়, সিঙ্গাপুরের প্রথম তথা আজকের ইফতার হবে সন্ধ্যে ৭ টা ২০ মিনিট।