লন্ডন রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
লন্ডন রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025)
লন্ডন রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময় সূচি 2025) জেনে নিন। যুক্তরাজ্য, ইংল্যান্ড তথা ব্রিটেন অনেক নামেই পরিচিত মানুষের কাছে এই দেশটি। যদিও ধর্মীয় দিক থেকে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা সেখানে নগণ্য, তারপরও স্থানীয় কিছুর পাশাপাশি রয়েছে প্রবাসী মুসলিম জনসংখ্যা। তাই আমরা বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের জন্যই এই আর্টিকেলে যুক্তরাজ্য তথা লন্ডনের রমজানের রোজার সময়সূচি ২০২৫ তুলে ধরবো। আপনারা সকলেই অবগত আছেন যে, ইংল্যান্ডের লন্ডনে বাংলাদেশী মোট প্রবাসীর প্রায় অর্ধেক বসবাস করেন। এতে করে যখন পবিত্র মাহে রমজান তারা পায় তখন লন্ডনেই রমজানের সিয়াম গুলো পালন করতে হয়।
লন্ডন রমজানের ক্যালেন্ডার ২০২৫
ইংল্যান্ড দেশটিতে বিশেষ করে বাংলাদেশীরা থাকে ইউরোপের উন্নত জীবন যাপনের জন্যই। বাংলাদেশের যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে ৮০% সিলেটি, কারণ এই জেলা হতে প্রচুর পরিমাণে মানুষজন সেই নব্বই দশক হতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকে যেমন; টাওয়ার হ্যামলেটস, ম্যানচেস্টার, ওয়েস্ট মিনিস্টার। তবে স্বাভাবিক ভাবেই লন্ডনে থাকার সংখ্যা অনেক বেশি, যার কারণে এখানে শুধুমাত্র লন্ডনের রমজানের ক্যালেন্ডার ২০২৫ দেওয়া হল।
লন্ডনের রমজানের সময় সূচি 2025 : আজকের রোজার ইফতার ও সেহরির শেষ সময়
আপনি কি এখন বা বর্তমানে ইংল্যান্ডের লন্ডন শহরে থাকছেন বা বসবাস করছেন? তাহলে এখন আপনার চাওয়ার মাঝে রয়েছে সেখানকার স্থানীয় রমজানের সময় সূচি। কারণ ইতোমধ্যেই আপনারা সকলেই জানেন যে, ইংল্যান্ডের লন্ডনে পবিত্র মাহে রমজানের রোজা শুরু হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ হতে। কারণ ২৮ ফেব্রুয়ারি রমজানের রোজার চাঁদ দেখা গেছে। তাই নিচের অংশ হতে দ্রুত জেনে নিন লন্ডনের রমজানের সময় সূচি 2025 আজকের ইফতার ও সেহরির শেষ সময়।
যুক্তরাজ্য রমজানের ক্যালেন্ডার ২০২৫ (ইফতার ও সেহরির শেষ সময় সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ লন্ডন যুক্তরাজ্য
শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান মাস, যার জন্য মুসলিম ঘরে, ঘরে আয়োজন শুরু হয়েছে। এতে করে জেনেও নিতে হবে বিশেষ করে প্রথম রমজানের সেহরির সময়সূচি। ইংল্যান্ডের লন্ডনে আজকের সেহরির সময় শেষ হবে ভোর ৫ টা ২৬ মিনিটে।
আজকের ইফতারের সময়সূচি 2025 লন্ডন
তেমনি ভাবেই সেহরির পর সারাদিন রোজা থেকে সন্ধ্যায় ইফতার করতে হবে। কিন্তু আমরা জানি যে, প্রতিটি স্থান ভেদে সেহরির ন্যায় ইফতারের সময়সূচিতেও পরিবর্তন আসে। যার কারণে উপরের অংশের আলোকে জানা যায়, লন্ডনের আজকের ইফতার হবে সন্ধ্যে ৬ টা ১৫ মিনিটে।